Assertion For Justice, Equality And Freedom.

Friday, January 24, 2014

Acid Violence - "Torol Agune Pora", A tale of horror and overcoming it

Acid terrorism has become a common phenomenon in Bangladesh. Observing the woes of acid victims, Ali Idris, a sensitive writer, could not remain idle, as a mute spectator. He turned his pen into a mighty weapon to fight the social evil and ended up writing a fictional account titled, "Torol Agune Pora". As a conscious writer, Idris has undertaken a noble effort to create mass awareness against acid violence in order to establish a society free from acid terrorism. "Torol Agune Pora" is his second novel, a pathetic story of a teenaged girl. Although the story is based on hard reality, all of its characters are imaginary through whom he has successfully depicted the woes of acid victims. Idris, who is also a columnist, has dedicated the novel to Acid Survivors Foundation, Prothom Alo and all other organizations and individuals who have come forward to eliminate acid terrorism by lending all-out support to its victims.

In "Torol Agune Pora", the writer has depicted the story of inhuman atrocity inflicted upon numerous victims, mainly girls and women, causing irreparable damage to their lives. Acid throwing is a horrible crime, unpardonable and a severely punishable act. The crime is being committed in our country by the likes of those who have for long usually gone unpunished due to loopholes in legal procedures. As a consequence, the crime is being committed unabated, turning the lives of victims into a nightmare. Acid Victims Recovery (AVR) is the lone organisation which provides shelter, treatment and patronisation to the victims of acid violence.

In the novel, Nilu, a schoolgirl, falls prey to acid terrorism perpetrated by her cousin because of her refusal to acknowledge his love. The writer has described her agony, distress and intolerable woe in simple but lucid language and has thereby touched hearts and awakened the consciousness of people across society. The cruel, heinous act of the acid thrower makes life for Nilu and her mother dreadful. She passes a full day weeping without getting any treatment. Luckily for her, her story is published in the media and draws the attention of an AVR worker named Chandni. She rushes from Dhaka to Rajshahi and brings Nilu to Dhaka for treatment. Nilu is admitted to a hospital in the capital.

Ultimately, she is shifted to the Burn Unit of Dhaka Medical College Hospital. The writer portrays a horrifying scene there. Not only Nilu, but a large number of victims as well wrapped in white bandage spend miserable days. Most of them do not lose their eyesight; but as ill luck would have it Nilu loses both her eyes. She struggles for life for a considerable period and wins the battle. This is possible owing to the selfless service of the kind-hearted Chandni. Later, AVR trains Nilu in the art of reading through Braille. Subsequently, she embarks on teaching other blind girls of the AVR centre.

The creative writing of the writer is aimed at promoting the wellbeing and welfare of people. His appeal to society has been depicted in his writing. He has accomplished his noble task successfully by appealing to the government and other relevant authorities as well as responsible people of society to play their due role in stopping the brutality of acid throwers. Born in 1948 in Sayastanagar village in Habiganj district, Ali Idris began his writing career in the 1970s. He has travelled widely. His other published books are Khoai Nodir Bakey, Shakhinar Boli, Purbo Africae Aek Jug, Markin Haoa and Geetidhara. Idris is vice-president of Bangladesh Book Club, Dhaka, and Anjuman Mufidul Islam, Habiganj. He is also treasurer of Habiganj Samity, Dhaka, and life member of Bangla Academy, Dhaka, Jalalabad Samity, Dhaka and Habiganj Sahittya Parisad.
 
 
By Z.A.M. Khairuzzaman, Working Journalist at The Daily Star. 
Source: The Daily Star, Bangladesh.

Acid Suvivors Foundation revealed, "Bogra tops list of acid attack"

At least 123 people in Bogra district were acid-burnt as the country's highest 120 incidents of acid attack took place there from 1998 to April 2009 while the second highest 117 incidents were recorded in Sirajganj district. Acid Survivors Foundation (ASF) sources revealed the information in a meeting jointly organised by Bogra-based NGO Light House and ASF at Bogra Deputy Commissioner's Office auditorium on Wednesday. The meeting was informed that a total of 2809 people had been burnt in the country from 1998 to April 2009 including 1406 women and 709 children below the 18 years.

According to the ASF survey most of the acid throwing cases followed rejection of love and land dispute while easy availability of sulfuric acid helped the criminals. Most of the acid victims were later threatened by the accused and many cases were 'settled' following pressure from local influential people, speakers said at the meeting.

Aishaha, her mother Hasina and relative Shamima were acid-burnt on October 4 in 2007 following 'rejection of love' but justice eluded them as the case was 'settled' due to pressure from the accused and law enforcers.
Local journalists told the meeting that more than 600 traders are using acid without any licenses for jewellery business. Besides, a large number of traders are selling acid in the district without licenses. Additional Deputy Commissioner (ADC -- General) Ayub Hossain presided over the meeting and ADC (Education and Development) Swapon Kamur Ghosh attended it as chief guest.




Source: The Daily Star, Bangladesh.





For Disability Inclusive Development And A Society For All: Break Barriers, Open Doors

The Daily Star and Action on Disability and Development - ADD International jointly organized a roundtable discussion on “For disability inclusive development and a society for all: Break barriers, open doors" on December 14, 2013 in association with German Embassy and European Union. 



Barrister Rafique-Ul Haque, Senior Advocate, Bangladesh Supreme Court and Chief Guest of the roundtable:
Representation of persons with disability in national parliament is a must. Voter may be anybody but candidate must be a person with disability. In our constitution, in Articles 14,15,17,18, 19 and 23 (A) it is clearly said that you cannot show any discrimination to them. The recent Act provides all kinds of protection to them. This Act is being prepared according to the UN Convention on Rights of People with Disability. Under this law, persons with disability can seek remedy for their problems. They can even file writ in court for their rights. If anyone discriminate a person with disability the victim can take action against the perpetrator according to this law. In our constitution every citizen has equal rights.

Brig Gen (retd.) M Sakhawat Hussain,  Former Election Commissioner:
We talked to Ministry of Education about arrangement of ram facilities in schools because often voter centers are located in schools. He assured us to implement the idea. Representation of people with disability should be ensured. For that we do not need to change our constitution. It can be done easily. In India there are reserved seats for Christians under president's authority. We can also implement the  same policy for persons with disability.  

Dr. Sayed Anwar Hossain, Professor, Dept. of History, University of Dhaka:
We have to create a friendly environment for persons with disability. People who are not sensitive to rights of persons with disability are disabled in their attitude. Organization is a big strength. We have to organise ourselves.We have to fight for our rights. We have to change our outlook. In national assembly there must be 5 reserve seats for disabled people. And the representatives should be elected from persons with disability.

M Nurun Nabi, Project Manager, ADD International and Chair & Moderator of the roundtable:
The theme of our discussion is 'For disability inclusive development and a society for all : Break barriers, open doors' Since Independence, we have cherished an inclusive society where no one will face discrimination. This is the spirit of our liberation movement. We all should work together for realizing that goal. We need concerted efforts to uphold the rights of the people with disability. We know mainstreaming of the potential of the people with disability would help to contribute in the process of overall development of the country. At present about 16 million people of Bangladesh are disabled.
ADD International,an UK-based International NGO, has been working for the last 25 years to support disabled people's organizations in Africa and Asia. It helps them to become strong and effective. It listens to disabled people and build a shared understanding of their particular needs so that disabled people can identify their own priorities. ADD International  responds to these needs  through training, mentoring, leadership development, conflict resolution. It supports disabled people to access their most basic rights. In Bangladesh ADD supports and works with groups of disabled people and Disabled Peoples Organizations (DPOs) in 28 districts to make them organized and self-reliant.
The issue of disability is a social problem. It is a matter of the full integration of individuals into the society. Disability is not an attribute of an individual, but rather a complex collection of conditions, many of which are created by the social environment. Hence, the management of the problem requires social action and it is a collective responsibility of society to make the environmental modifications necessary for the full participation of people with disabilities in all areas of social life.


A H M Noman, Founder & CEO, DORP:
We have to start working with basic rights. If persons with disabilities get basic rights then they will be able to ask for other rights. We should focus on mothers. There is system of providing allowance to pregnant mothers. In this programme, pregnant mothers with disability should be given priority. It will help reduce burden on mothers. It will provide food and nutrition for mothers. Only then no disable children will be born. We are working with 942 pregnant mothers. We provide them proper care and nutrition, none of them have give birth to a child with disability.

Dr. Kulsoom Abul Bashar, Supernumerary Professor, Department of Persian, University of Dhaka:
I can feel the grief of disabled people because I am also a mother of person with disability. I think, the first support should come from parents. If they take care of their children with disability, it will help improve their mental status. When my son got admitted in Dhaka University there was no lift facility. It was really difficult for my son to climb up floors after floors. He lost inspiration and left university. Now the situation has improved. There are lifts in Dhaka University and more students with disability now continue study in that university. I never see any teacher with disability in universities. If there were some example like that it would boost confidence of other students with disability.

Dr. Zinat Huda, Professor, Department of Sociology, University of Dhaka:
We have come a long way in improving life of persons with disability. Families used to hide their children with disability. Those children were deprived of family care, social respect and support from government. Now they get recognition from family and society. Many of them are working like a normal person. They are raising their voices. They ask for their rights. Adoption of this law is a great achievement. I want to praise government and other stakeholders for their continuous efforts. I want to suggest some points: We have to start from family. A child with disability should be taken as a God gifted child. He should be treated like an angel. So our parents should change their mindset and take courage to include their children with disability  in normal life. We have to implement inclusive education system. Children with disability should be registered in mainstream schools where they will get special care. Media can play a good role. They can help change the mindset of our general people.

Sohrab Hasan, Joint Editor, Prothom Alo:
We should not use the word disabled. They are able in their own way. First we have to change our selves. We are talking about leadership in national assembly. First we have to give priority on their representation in their family. We have to start from family: access to family, then society and at last at the national level. We have to fight for our own rights. Nothing can be attained without all out effort.

Abul Hasnat, Representative, SUJON:
What are the reasons of disability? Number one is poverty. Second is how a child is born. A pregnant mother does not get proper nutrition. So her child also does not get enough calories. It is one of the reasons of disability. Often they get hurt in head during birth. It creates crippling effect on an infant and cause disability. We have to ensure proper care of pregnant mothers and safe delivery system.

Ferdousi Begum, Deputy Program Coordinator, ADD International:
I am also a disabled person. I am working with ADD from 1998. I think everyone can do everything if they get scope. I never think and feel myself disabled. There was a girl with disability named Husne Ara who was gang raped. When we went to court, magistrate dissolved the case saying the girl could not testify about the case. Then we shifted the case to Khulna. And some days ago the perpetrators were given 80 year imprisonment.  Our judges should be trained about the rights of persons with disability. According to law, there should be 10% quota for persons with disability in government jobs. But they do not get the chance. One of our girls qualified in an exam. But she did not get the job. We do not know why.

Nasima Akhter, President, National Council for Disabled Women (NCDW):
Disabled women often become victims of repression and sexual harassment. Court does not allow persons who cannot speak as witness. Thus perpetrators manage to get escape. There are many educated PWDs who do not get scope of applying their skills. We should create employment opportunities for them. We want our representative in parliament. Only then we will be able to place our demand properly to the highest authority.

M S Siddiqee , Columnist:
We should make people aware about rights of persons with disability. Media can play a big role here. We should discuss more on the provisions of the new act. We have disseminated the information about this Act to remote areas of Bangladesh.

Sam Beerwith, APM, Shiree:
Among the extreme poor, people with disability suffer from worst form of deprivation and poverty. So when we talk about eradication of poverty we have to focus on disabled people. The new Act is a huge achievement as it guarantees right of people with disability in Bangladesh. However, as with any policy the real challenge comes from implementation. Now we have a policy and a framework. We need to implement these policies. How can we do that? One way of doing that is providing support to civil society organization that work for persons with disability. ADD works through a huge network of DPOs. They are working at the root level. They can give us feedback on whether the policy is being implemented by the concerned organizations. This is very important because that means we can hold the government and the implementininstitutions accountable. We need to know whether this policy is delivering in the real life or not. The media also can play a big role here. They can monitor whether the policy is being properly implemented or not.  

Advocate Rezaul Karim Siddique , BLAST:
In the ongoing volatile political situation persons with disabilities are forced to remain idle in house.  We have recently found that a person with disability got 20% burnt when a picketer hurled a bomb at a bus. He failed to come out of the bus and become victim. We want to get rid of this situation.

Sumon Hossain, President, Dhaka District Federation (DPO):
We do not get stipend on time. It should be given in every six or nine months. In our education institutions there is quota only for blind students. For example, in the admission form of National University it is clearly mentioned that only blind students will get quota. There are five to six types of disability in our country. So what about people with other types of disability? Only the phrase ' person with disability' should be written in quota forms. Many government schools even do not give scope of appearing in admission test. These types of discrimination should be ended.

Nargis Islam, DPO leader, Dhaka
I want to say about loan and allowance for the disabled. I went to a bank to collect allowance for one of my peers who had recently died. The bank officer took the book but did not provide the allowance or any satisfactory reply. It is alleged that they keep the money in their pocket. Second point is about loan. People with disability get a one time loan of 10,000 taka. It is not adequate to start a business. I think the frequency and amount of loan should be increased.

As an Acid survivor I did not get any help from the government. I did not know about. When I got informed I went to social welfare office but they refused my application as the case happened before 1999. They misbehaved with me. I felt very upset. It is common feature of our government office. I want a friendly environment in government offices. I want to suggest that family of a dead person with disability should be given the whole amount of allowance at a time. It will be really helpful for  the family.





Source: The Daily star, Bangladesh.

:

Thursday, January 23, 2014

হোয়াইট হাউজের প্রতিবেদন - যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচ নারীর একজন ধর্ষণের শিকার !

যুক্তরাষ্ট্রে প্রায় প্রতি পাঁচজন নারীর একজনই জীবনে কোনো না কোনো সময় ধর্ষণের শিকার হন। মোট সংখ্যার দিক থেকে এটি প্রায় দুই কোটি ২০ লাখ। ভুক্তভোগী এই নারীদের প্রায় অর্ধেকই ১৮ বছর বয়সের আগে যৌন নির্যাতনের শিকার হন। গত বুধবার হোয়াইট হাউসের প্রকাশিত এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্যই তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের শিকার ব্যক্তিদের মধ্যে গড়পড়তা সব শ্রেণীর নারী রয়েছেন। তবে কোনো কোনো শ্রেণীর নারীরা অন্যদের তুলনায় বেশি ঝুঁকিতে থাকেন। এসব শ্রেণীর মধ্যে বহুজাতি বা গোষ্ঠীর নারীর ধর্ষণের শিকার হওয়ার হার ৩৩ দশমিক ৫ শতাংশ, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ও আলাস্কার নারী ২৭ শতাংশ, হিস্পানিক নারী ১৫ শতাংশ, কৃষ্ণাঙ্গ নারী ২২ শতাংশ ও শ্বেতাঙ্গ নারী ১৯ শতাংশ। নির্যাতনের বেশি ঝুঁকিতে রয়েছে তরুণ জনগোষ্ঠী।
 
প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ নারীই পরিচিতজনদের হাতে যৌন নির্যাতনের শিকার হন। ধর্ষকদের প্রায় সবাই (৯৮ শতাংশ) পুরুষ। বিপুলসংখ্যক এসব নারীর পাশাপাশি ১৬ লাখ পুরুষও জীবনে কখনো না কখনো ধর্ষণের শিকার হন বলে উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউসের ওই প্রতিবেদনে। এসব পুরুষের এক-চতুর্থাংশের বেশি ১০ বছর বয়সের আগে নির্যাতনের শিকার হয়। মার্কিন নারী ও শিশুদের প্রতি সহিংসতা দমনে অর্জিত অগ্রগতি নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সভাপতিত্বে হোয়াইট হাউস কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের আগে এই প্রতিবেদন প্রকাশ করা হলো।
 
‘রেইপ অ্যান্ড সেক্সুয়াল অ্যাসাল্ট: এ রিনিউড কল টু অ্যাকশন’ শিরোনামের প্রতিবেদনটিতে ধর্ষণ ও যৌন হয়রানির মতো ঘটনার পারিপার্শ্বিক বিষয়গুলোর একটা রূপরেখা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি সামাজিক রীতিনীতির পরিবর্তন, ফৌজদারি অপরাধের বিচারের ক্ষেত্রে অগ্রগতি, যৌন নির্যাতন থেকে শিক্ষার্থীদের রক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর নানা সমস্যা এবং সম্ভাবনাও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। 




পিটিআই।
 সুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ

কেস স্টাডি ভারত - মোড়লদের নির্দেশে গণধর্ষণ !

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় গ্রামের মোড়লদের নির্দেশে গণধর্ষণের শিকার হয়েছেন এক আদিবাসী তরুণী (২০)। ভিন্ন সম্প্রদায়ের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের ‘অপরাধে’ ওই তরুণীকে প্রায় ১২ জন পুরুষ ধর্ষণ করে। এ ঘটনায় গ্রামের প্রধানসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার সি সুধাকর গতকাল বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করে বলেন, বীরভূমের সুবলপুর গ্রামে ভিন্ন সম্প্রদায়ের এক তরুণের সঙ্গে একজন আদিবাসী তরুণীকে গত সোমবার বিকেলে একসঙ্গে আটক করা হয়। এরপর গ্রাম্য মোড়লদের সমন্বয়ে গঠিত একটি অবৈধ আদালতের (ক্যাঙারু কোর্ট) বিচারের রায়ে প্রথমে ওই তরুণীকে ২৫ হাজার রুপি জরিমানা করা হয়। কিন্তু ওই জরিমানার অর্থ পরিশোধ না করায় গ্রাম্য মোড়লেরা ওই তরুণীকে গণধর্ষণের নির্দেশ দেয়। এরপর সোমবার দিবাগত রাতে ওই তরুণীকে জোর করে একটি ঘরে আটকে রেখে মঙ্গলবার সকাল পর্যন্ত গণধর্ষণ করা হয়। শান্তিনিকেতন থেকে ৬০ কিলোমিটার দূরে লাভপুর থানার এক গ্রামে ওই তরুণী গণধর্ষণের শিকার হন। তাঁর প্রেমিক চৌহাট্টা গ্রামের।
 
নির্যাতনের শিকার ওই তরুণীর মা বলেন, ওই জরিমানার অর্থ পরিশোধের সামর্থ্য তাঁদের নেই। তাঁদের গ্রামের লোকজনই তাঁর মেয়েকে অমানুষিক নির্যাতন করেছে। পুলিশে খবর না দিতে তাঁদের হুমকি দেওয়া হয়। গুরুতর আহত তরুণীকে হাসপাতালে নিতেও ধর্ষকেরা বাধা দেয়। তাঁর অবস্থার অবনতি হতে থাকলে বুধবার বিকেলে এক ফাঁকে তাঁরা ঘর থেকে পালিয়ে তাঁকে প্রথমে লাভপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে বোলপুর ও পরে সুরি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালের একজন চিকিৎসক জানান, ‘কঠোর পরিশ্রমী আদিবাসী’ বলেই ভয়াবহ নির্যাতনের পরও ওই তরুণী বেঁচে আছেন।
 
পুলিশ কর্মকর্তা সুধাকর বলেন, মঙ্গলবার রাতে দুজনকে আটকের পর সালিস ডেকে গ্রাম্য মোড়লেরা ওই তরুণীর বিচার করেন। তাঁর প্রেমিককেও সেখানে হাজির করা হয়। দুজনকে দুটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। বিচারে দুজনকে ২৫ হাজার রুপি করে জরিমানা করা হয়। তরুণীর মা-বাবাকে ওই জরিমানা পরিশোধ করতে বলা হয়। কিন্তু তাঁরা এ অর্থ পরিশোধের সামর্থ্য নেই বলে অনুনয়-বিনয় করেন। এ সময় মোড়লদের প্রধান ক্ষিপ্ত হয়ে ওই তরুণীকে গণধর্ষণের জন্য গ্রামের লোকজনকে নির্দেশ দেন। আর ওই প্রেমিক এক সপ্তাহের মধ্যে জরিমানা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে মুক্তি পান। হাসপাতালে কাতরাতে কাতরাতে ওই তরুণী ক্ষীণ স্বরে বলেন, ‘একজনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। কিছু লোক আমাদের দুজনকে ধরে গ্রামপ্রধানের কাছে নিয়ে যায়। সেখানে স্থানীয় প্রভাবশালীরা সালিস করে আমাকে ৫০ হাজার রুপি দিতে বলেন। আমি দিতে পারব না বললে, আমার ওপর পাশবিক নির্যাতন শুরু হয়।’
 
চাঞ্চল্যকর এই গণধর্ষণের পর ভারতে নারীর প্রতি যৌন সহিংসতার বিষয়টি আবার আলোচনায় এসেছে। দিল্লিতে ২০১২ সালের ডিসেম্বরে চলন্ত বাসে এক মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হন। পরে গুরুতর আহত ওই তরুণী সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি নিয়ে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভের ঝড় ওঠে। এরপর ধর্ষণবিরোধী আরও কঠোর আইন হলেও দেশটিতে একের পর এক যৌন সহিংসতার ঘটনা ঘটেই চলছে। নয়াদিল্লিতে চলতি মাসের শুরুর দিকে একজন ডেনিশ নারী পর্যটক তাঁর হোটেলে ফেরার পথ হারিয়ে দুর্বৃত্তদের কবলে পড়েন এবং গণধর্ষণের শিকার হন।




সুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ
তারিখঃ ২৪-০১-২০১৪

বিবিএসের জরিপ - ৮৫% নারীর উপার্জন করারও স্বাধীনতা নেই

৮৫ শতাংশ নারীর উপার্জনের স্বাধীনতাও নেই। মাত্র ১৫ শতাংশ নারী নিজের ইচ্ছায় উপার্জনের স্বাধীনতা পান। আবার যাঁরা আয় করেন তাঁদের প্রায় ২৪ শতাংশেরই নিজের আয়ের ওপর নিয়ন্ত্রণ নেই। তবে গ্রামের তুলনায় শহুরে নারীদের নিয়ন্ত্রণ কিছুটা বেশি আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রথমবারের মতো নারী নির্যাতন নিয়ে জাতীয় পর্যায়ে জরিপ চালিয়েছে। ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন (ভিএডব্লিউ) সার্ভে ২০১১’ নামের সমন্বিত এ জরিপেই নারীর অর্থনৈতিক পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, দেশের ৮৭ শতাংশ নারী নির্যাতনের শিকার হন। জরিপে উল্লেখ করা হয়েছে, খানার প্রধান উপার্জনক্ষম ব্যক্তি স্বামী (৯২ শতাংশ)। আর মাত্র ২ দশমিক ২ শতাংশ নারী পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তবে দেখা গেছে, স্ত্রীকে অল্পসংখ্যক স্বামীই উপার্জনের স্বাধীনতা দেন। তবে যাঁরা দেন, সেসব স্বামীর ৯৩ দশমিক ১৯ শতাংশই স্ত্রীর উপার্জন করার বিষয়টিকে ভালো চোখে দেখেন না।
 
জরিপে চার ধরনের নির্যাতনের কথা বলা হয়েছে। শারীরিক, যৌন ও মানসিক নির্যাতন ছাড়াও নারীরা বড় ধরনের অর্থনৈতিক নির্যাতনের শিকার হন। আর এই অর্থনৈতিক নির্যাতনের মধ্যে যৌতুকের বিষয় নিয়েও নারীদের প্রশ্ন করা হয়। দেখা গেছে, এক-তৃতীয়াংশ নারীরই যৌতুকের বিনিময়ে বিয়ে হয়েছে। মুসলিম নারীদের অনেকেই দেনমোহর, কাবিননামার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন নন। ৪০ শতাংশের বর্তমান ও প্রাক্তন স্বামী দেনমোহরের টাকা কখনোই পরিশোধ করেননি। জরিপে অন্তর্ভুক্ত খানাগুলোতে জমির মালিকানা আছে ৮১ শতাংশ পুরুষের। আর মাত্র ১৯ শতাংশ নারীর জমির মালিকানা আছে। বাড়ির মালিকানার ক্ষেত্রেও ৮৬ শতাংশ পুরুষের বিপরীতে নারীর হার মাত্র ১৪ শতাংশ। জরিপে অংশগ্রহণকারী নারীদের ১৫ দশমিক ৫ শতাংশ অবিবাহিত। সম্প্রতি বিবাহিত ৭২ শতাংশ। তবে এঁদের মধ্যে ৬ শতাংশ বিভিন্ন কারণে স্বামীর সঙ্গে থাকেন না। বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীর সংখ্যা ১১ শতাংশ। ১ শতাংশেরও কম নারী একা থাকেন।

আইনি সহায়তা: জরিপ বলছে, ৭১ শতাংশ নারীই আগের ১২ মাসে স্বামীর হাতে চর, থাপড়, জিনিস ছুড়ে মারা, চিৎকার করা, গরম পানি ঢেলে দেওয়া, চুলের মুঠি ধরে নির্যাতন করা, অ্যাসিড নিক্ষেপ, বন্দুক, ছুরি বা অন্য কিছু দেখিয়ে ভয় দেখানোসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। কারও কারও ক্ষেত্রে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। শহরের নারীদের চেয়ে গ্রামের নারীদের হাড় ভেঙে যাওয়া, চোখে আঘাত পাওয়া, আঘাতের কারণে স্বাভাবিক কাজকর্ম করতে না পারাসহ গুরুতর নির্যাতনের ঘটনা বেশি ঘটে। তবে শারীরিক নির্যাতনের পর ৪০ শতাংশেরও বেশি নারী আইনি সহায়তা নেওয়ার প্রয়োজন মনে করেননি। ২০ শতাংশ ভবিষ্যতে সন্তানের ওপর নেতিবাচক প্রভাবের কথা চিন্তা করে তা করেননি। ১৬ থেকে ১৭ শতাংশ নারী নিজের ও পরিবারের কথা চিন্তা করে আইনের আশ্রয় নেননি। এঁদের ক্ষেত্রে সামাজিক মানসম্মানের বিষয়টিও চিন্তার মধ্যে ছিল। ১০ শতাংশ স্বামীর ভয়ে আইনের আশ্রয় নেননি। তবে জরিপে উঠে এসেছে, পারিবারিক নির্যাতনের শিকার ৫ শতাংশ নারী মনে করেছেন স্বামীর স্ত্রীকে মারার অধিকার আছে, তাই আইনের আশ্রয় নেওয়ার কোনোই প্রয়োজন নেই। জরিপ বলছে, পারিবারিক নির্যাতন নিয়ে এ ধরনের মনমানসিকতা আইনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করে।
 
স্বামীর অনুমতি: ৪৬ শতাংশ নারী জানিয়েছেন, স্বাস্থ্যসেবা নেওয়ার জন্যও স্বামীর অনুমতি নিতে হয়। ৩০ শতাংশ নারীর স্বামী পর্দাপ্রথা মানতে তাঁদের বাধ্য করেছেন। এক-চতুর্থাংশই বলেছেন, শাশুড়ি ও ননদের সঙ্গে স্ত্রী খারাপ ব্যবহার করেছেন, এ অভিযোগ পেয়ে স্বামী নির্যাতন চালিয়েছেন। ২৪ শতাংশ নারীই জানিয়েছেন, স্বামী বাবা-মা তুলে বাজে গালি দেন। অন্য পুরুষের সঙ্গে কথা বলার অপরাধে ২৪ শতাংশ নারীই স্বামীর নির্যাতনের শিকারের কথা জানিয়েছেন। প্রায় ১১ শতাংশেরই পড়া বা কাজে বাধা দিয়েছেন স্বামী। ২৩ শতাংশ নারী জানিয়েছেন, বিনোদনের জন্য বাইরে যাওয়ার বিষয়ে স্বামীর নিষেধাজ্ঞা আছে। পরিবার পরিকল্পনার জন্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ বা বাদ দিতে বাধ্য করার কথা জানিয়েছেন প্রায় ১১ শতাংশ নারী। মেয়েসন্তান জন্ম দেওয়ার অপরাধে প্রায় ৬ শতাংশই স্বামীর হাতে নির্যাতনের শিকার হন।
 
স্বামী বদল হলেও পিছু ছাড়েনি নির্যাতন: জরিপমতে, প্রাক্তন ও বর্তমান স্বামীর হাতে নির্যাতনের শিকার হওয়ার ক্ষেত্রে খুব একটা তারতম্য নেই। অর্থাৎ স্বামীর বদল হলেও নির্যাতন পিছু ছাড়েনি। বর্তমান স্বামীর হাতে ৮১ শতাংশ মানসিক নির্যাতনের শিকার। এ ক্ষেত্রে সাবেক স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন ৭৩ শতাংশ। শারীরিক নির্যাতনের ক্ষেত্রে বর্তমান স্বামীর হাতে নির্যাতনের শিকার হন ৬৪ শতাংশ, সাবেক স্বামীর হাতে এ হার প্রায় ৫৯ শতাংশ। বর্তমান স্বামীর নির্যাতনের কারণে ৩ শতাংশ এবং সাবেক স্বামীর নির্যাতনের কারণে ২ শতাংশ নারীর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। অর্থনৈতিক, বিয়ের সময় যৌতুক নেওয়া, বিয়ের পর যৌতুকের জন্য চাপ দেওয়াসহ অন্যান্য কারণেও তেমন পার্থক্য ঘটেনি দুই স্বামীর বেলায়।
 
জায়গাভেদে নির্যাতন: কর্মক্ষেত্রে ১৬ শতাংশ নারী শারীরিক, ২৫ শতাংশ মানসিক ও ২৮ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হন। নির্জন স্থানে, প্রকাশ্যে অথবা যাতায়াতের সময় ৪৩ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হন। কোচিং সেন্টারে ১০ শতাংশ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হন। জায়গার পাশাপাশি নারীর অবস্থান অনুযায়ীও নির্যাতনের তারতম্য ঘটে। একা থাকা নারীদের ৩৫ শতাংশ এবং তালাকপ্রাপ্ত নারীদের ৩৭ শতাংশই মানসিক নির্যাতনের শিকার। তালাকপ্রাপ্তদের ৩০ শতাংশ যৌন নির্যাতনের শিকার হন।
 
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো এবং সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন কমিটির সদস্য নাজনীন আহমেদ প্রথম আলোকে বলেন, শারীরিক নির্যাতনের বাইরেও যে অর্থনৈতিক বা মানসিকভাবে নারীরা নির্যাতনের শিকার হন বিবিএসের জরিপে তা স্পষ্ট হয়েছে। নারীর ক্ষমতায়নের বড় জায়গা অর্থনৈতিক স্বাধীনতা। দেশের অনেক নারী যোগ্যতা থাকার পরও উপার্জন করতে পারছেন না। সম্পত্তিতেও নারীর অধিকার খুবই কম। যতটুকু আছে বিভিন্ন কারণে তাও পান না। এ ছাড়া যে গৃহবধূ সারাক্ষণ বাড়িতে কাজ করছেন তাঁরও যে অর্থনৈতিক স্বাধীনতা আছে তাও পুরুষেরা ভুলে যান। অথচ অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে না পারলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বড় দুর্বলতা থেকেই যাচ্ছে।




সুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ
তারিখঃ ২৪-০১-২০১৪।

Wednesday, January 22, 2014

নারী নির্যাতন নিয়ে সরকারের প্রথম জরিপ - নারী ঘরেই বেশি নির্যাতিত

সামাজিক সূচকে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর অগ্রগতি বড় ভূমিকা রাখলেও ঘরের মধ্যে নারীর অবস্থা তেমন বদলায়নি। দেশের বিবাহিত নারীদের ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশ বলেছেন, তাঁরা স্বামীর মাধ্যমে শারীরিক নির্যাতন ভোগ করেছেন, ৩৬ শতাংশ যৌন নির্যাতন, ৮২ শতাংশ মানসিক এবং ৫৩ শতাংশ নারী স্বামীর মাধ্যমে অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন।  বিস্ময়কর আরও তথ্য হচ্ছে, এসব নারীর ৭৭ শতাংশ বলেছেন, তাঁরা বিগত এক বছরেও একই ধরনের নির্যাতন ভোগ করেছেন। বড় অংশের নারীকেই তাঁদের ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সঙ্গে যৌনসম্পর্ক গড়তে বাধ্য হতে হয়েছে।


সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে প্রথমবারের মতো নারী নির্যাতন নিয়ে জাতীয় পর্যায়ে একটি জরিপ চালিয়েছে। ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন (ভিএডব্লিউ) সার্ভে ২০১১’ নামের এই জরিপে নারী নির্যাতনের এ ধরনের চিত্রই উঠে এসেছে। গত বছরের ডিসেম্বরে এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। এর আগে দেশে নারী নির্যাতন নিয়ে বিভিন্ন সংস্থা আলাদাভাবে প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বিবিএসের এ জরিপ বলেছে, শারীরিক নির্যাতনের শিকার নারীদের মাত্র অর্ধেক চিকিৎসা নেওয়ার সুযোগ পান। এক-তৃতীয়াংশ নারীই স্বামীর ভয়ে বা স্বামী সম্মতি না দেওয়ায় চিকিৎসকের কাছ পর্যন্ত যেতেই পারেননি। আন্তর্জাতিক সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান প্রথম আলোকে বলেন, পারিবারিক নির্যাতন নিয়ে আগে নারীরা মুখ খুলতেন না। ঘরোয়া ব্যাপার বা লজ্জাজনক মনে করতেন। বর্তমানে মুখ খুলছেন। অন্যদিকে নারী নির্যাতন প্রতিরোধে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহুদিন আগে থেকেই কাজ হচ্ছে। কিন্তু নারী নির্যাতনের মাত্রা বাড়ছেই। এর মূল কারণ হলো, নারী নির্যাতনের বিষয়টি এখনো জাতীয় বিষয়ে পরিণত হতে পারেনি। চোখের সামনে নির্যাতন দেখলেও সবাই মেনে নিচ্ছে। দুর্বল আইনের শাসনও এ ক্ষেত্রে প্রভাব ফেলছে। তাই এ ধরনের সংস্কৃতি যত দিন পরিবর্তন না হবে, তত দিন নির্যাতন বন্ধ করা সম্ভব হবে না।
 
জরিপ: জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি ও আর্থিক সহায়তায় সরকার এ জরিপ করেছে। এ জরিপ প্রকল্পের পরিচালক জাহিদুল হক সরদার প্রথম আলোকে বলেন, জাতিসংঘের পক্ষ থেকে সদস্যরাষ্ট্রগুলোতে নারী নির্যাতনের অবস্থান জানার জন্য জাতিসংঘের পরিসংখ্যান বিভাগের (ইউএনএসডি) নির্ধারিত মানদণ্ডের আলোকে জরিপ চালানোর আহ্বান জানানো হলে ভিয়েতনামের পরেই বাংলাদেশ এ ধরনের জরিপ চালিয়েছে। নির্ধারিত মানদণ্ডে বিবাহিত নারীদের যৌন নির্যাতনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কিছু কিছু বিষয়, যেগুলো দেশের জন্য প্রযোজ্য নয়, তা বাদ দেওয়া হয়েছে। 

ভিয়েতনামের পরিস্থিতি অবশ্য বাংলাদেশের তুলনায় খানিকটা ভালো। ভিয়েতনামের করা জরিপ অনুযায়ী, সে দেশের ৫৮ শতাংশ নারীই স্বামীর মাধ্যমে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন। অন্যদিকে, উন্নত বিশ্বের নারীরাও পারিবারিক নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছেন না। ২০১০ সালের ইউরোপীয় ইউনিয়নের করা এক জরিপে উল্লেখ করা হয়েছে, ইউরোপের প্রতি চারজন নারীর মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময়ে পারিবারিক নির্যাতনের শিকার হন। জরিপে বলা হয়েছে, ৭৮ শতাংশই মনে করেন, নারী নির্যাতন খুবই পরিচিত ঘটনা। অন্য একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে ৪০ থেকে ৭০ শতাংশ নারী তাঁদের স্বামী বা ছেলেবন্ধুর হাতে খুন হন। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০১১ সালে দেওয়া তথ্য অনুযায়ী, বছরটিতে ৪৪ শতাংশ নারী স্বামী বা আত্মীয়স্বজনের মধ্যমে নির্যাতনের শিকার হন।
 
বিবিএস এ জরিপের জন্য সাতটি বিভাগের সাতটি গ্রাম ও সাতটি শহরকে বেছে নেয়। তারপর গ্রাম ও শহর মিলে ৪২০টি এলাকায় ভাগ করা হয়। একেকটি এলাকায় ৩০টি খানা থেকে একজন করে নারীকে বাছাই করা হয়। ১৫ বছরের বেশি বয়সী ১২ হাজার ৬০০ জন নারীকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে ১২ হাজার ৫৩০ জন নারী জরিপে তথ্য দেন। জরিপের তথ্য সংগ্রহ করা হয় ২০১১ সালের ১৯ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত। আর গত ৩০ ডিসেম্বর জরিপটি প্রকাশ করা হয়েছে। জরিপ অনুযায়ী, শহরের তুলনায় গ্রামে নারী নির্যাতনের ঘটনা একটু বেশি ঘটে। বয়স অনুযায়ী নির্যাতনের ধরন পাল্টাতে থাকে। আবার যৌন নির্যাতনের ক্ষেত্রে অবিবাহিত নারীরা বেশি ঝুঁকির মধ্যে থাকলেও মানসিক নির্যাতনের ক্ষেত্রে বিবাহিত নারীরা এর শিকার বেশি হন। মূলত স্বামীর বাড়িতে নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার বেশি হন। জরিপে ৭ শতাংশ নারী জানিয়েছেন, নির্যাতনের কারণে তাঁরা আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছেন। বিবাহিত নারীদের ৫৬ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর বয়সের আগেই।
 
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রথম আলোকে বলেন, নারী নির্যাতন বেড়ে যাওয়ার বিষয়টিতে তিনি একমত নন। আগে নির্যাতনগুলো প্রকাশিত হতো না, এখন প্রকাশিত হচ্ছে। তবে নির্যাতনের ধরনে পরিবর্তন এসেছে। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নারী নির্যাতন প্রতিরোধের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জাতীয় নারী উন্নয়ন নীতিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কাজ চলছে। এ ক্ষেত্রে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও শিক্ষা বাড়াতে হবে, যাতে করে নারীর আত্মসম্মান বাড়ে এবং নিজের অধিকারটা বুঝতে পারে। তবে সবার আগে প্রয়োজন সমাজের সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
 
স্বামীর মাধ্যমে যৌন নির্যাতন: জরিপে চার ধরনের নির্যাতনের কথা বলা হয়েছে। যেমন: শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক নির্যাতন। শারীরিক নির্যাতনের মধ্যে ৪৫ শতাংশ নারীকে তাঁদের স্বামীরা চড় বা ঘুষি মেরে আহত করেছেন, আর ১৫ শতাংশ লাথি বা মারধরের শিকার হয়েছেন। যৌন নির্যাতনের ক্ষেত্রে ২৬ শতাংশ নারী ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সঙ্গে শারীরিক মিলনের সময় আহত হয়েছেন। আর ৩০ শতাংশ স্বামীর ভয়ে অনিচ্ছা সত্ত্বেও শারীরিক মিলনে বাধ্য হন। জরিপ বলছে, এক-চতুর্থাংশ নারীর ক্ষেত্রেই এ ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বিগত এক বছরে। ২০ থেকে ৩৪ বছর বয়সী নারীরা এ নির্যাতনের ক্ষেত্রে বেশি ঝুঁকির মধ্যে আছেন। শহরের তুলনায় গ্রামে এ ধরনের ঘটনা বেশি ঘটে। জরিপে প্রত্যেকের কাছে ঠিক এক বছর আগে নির্যাতনের শিকার হয়েছিলেন কি না, তা-ও জানতে চাওয়া হয়েছিল। তাতে দেখা যাচ্ছে, নির্যাতনের পরিমাণ তেমন কমেনি।
 
ধারণা করা হয়, ঘরের ভেতরে নারীরা নিরাপদ। তবে এ জরিপ বলছে উল্টো কথা। বাইরের মতো ঘরের ভেতরেও স্বামী ও অন্যান্য আপনজনের কাছেই নারী ঝুঁকির মধ্যে থাকেন এবং নির্যাতনের সম্মুখীন হন। বিয়ের আগের চিত্রটিও নারীর জন্য ভয়াবহ। প্রায় ৪২ শতাংশ নারী বলছেন, তাঁরা ১৪ বছর বয়সের আগেই জোরপূর্বক যৌনসম্পর্ক করতে বাধ্য হন, আর ৩৫ শতাংশ নারীর প্রথম এ অভিজ্ঞতা হয় ১৯ বছর বয়সে পা দেওয়ার আগেই। জরিপটি বলছে, জীবনের কোনো না কোনো সময়ে ৬৫ শতাংশ বিবাহিত নারী স্বামীর শারীরিক নির্যাতনের শিকার হন। আর বিগত এক বছরেই এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বিবাহিত নারীদের প্রায় অর্ধেক। সে সময়ে ২০ থেকে ৩৯ বছর বয়সী নারীরা বেশি নির্যাতনের শিকার হন। একাধিক বিয়ে করা ৯৮ শতাংশই বলছেন, সাবেক স্বামীও তাঁদের মারধর করতেন। এর মধ্যে আবার ৬৬ শতাংশই বর্তমান স্বামীর হাতে একইভাবে নির্যাতনের শিকার।
 
জরিপ অনুযায়ী, বিবাহিত নারীদের প্রায় অর্ধেকই অর্থনৈতিক নির্যাতনের শিকার হন। এক-তৃতীয়াংশই গত এক বছরে এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এ নির্যাতনও গ্রামে একটু বেশি দেখা যায়। ৩০ শতাংশ নারী বলেছেন, স্বামীরা হাতখরচ দিতে অস্বীকৃতি জানান। ১৭ শতাংশ বলেছেন, স্বামীর টাকাপয়সা আছে এবং অন্যান্য খাতে খরচও করছেন, কিন্তু তার পরও তাঁরা সংসারের খরচ দিতে চান না। অন্য সদস্যদের মাধ্যমে নির্যাতন: শেষ এক বছরে স্বামী ছাড়া পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে প্রায় এক-তৃতীয়াংশ নারী নির্যাতনের শিকার হন। ২৯ বছরের কম বয়সী নারীরা এ ধরনের নির্যাতনের ক্ষেত্রে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। ৪ শতাংশ নারী পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হন। গড়ে ৪২ শতাংশ নারী এবং ৫০ শতাংশ শহরের নারী ১৪ বছর বয়সের আগেই যৌনসম্পর্ক করতে বাধ্য হন। এক-তৃতীয়াংশই বলেছেন, তাঁদের প্রথম এ অভিজ্ঞতা হয় ১৯ বছর বয়সে পা দেওয়ার আগেই।
 
আরও কিছু তথ্য: দ্বিতীয় বিয়ে হয়েছে এমন ১৯ শতাংশ নারী বলেছেন, বর্তমান স্বামীর ঘরে থেকে তাঁরা নিজেদের পছন্দে ভোট দিতে পারেন না। আগের স্বামীর সংসারে একই অবস্থা ছিল ২০ শতাংশ নারীর। নির্যাতনের ঘটনাস্থল নিয়েও জরিপে রয়েছে কিছু চমকপ্রদ তথ্য। যেমন: প্রায় ৮৮ শতাংশ বলেছেন, তাঁরা স্বামীর সংসারে শারীরিক নির্যাতনের শিকার হন, ৮৬ শতাংশ হন মানসিক নির্যাতনের শিকার আর যৌন নির্যাতনের শিকার হন ৫৫ শতাংশ। এর পরেই রয়েছে কর্মক্ষেত্র। ১৬ শতাংশ নারী কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতন, ২৬ শতাংশ মানসিক নির্যাতন আর ২৯ শতাংশ যৌন নির্যাতনের শিকার হন। অর্থাৎ, ঘরে বা বাইরে কোথাও নিরাপদ নন নারীরা।





সুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ
তারিখঃ ২৩-০১-২০১৪।

Tuesday, January 21, 2014

Necessity of "Women Equal Rights Bangladesh" (প্রয়োজনীয়তা)

প্রাচীনকালে বাংলাদেশের শহরে, গ্রামে-গঞ্জে সর্বত্র লোকজন নানাবিধ অর্থনৈতিক ও সামাজিক কারনে অশিক্ষিত, অভাবী, কুসংস্কারাচ্ছন্ন ও অসচেতন ছিল। তাই তারা মেয়েদেরকে পন্য, আসবাব ইত্যাদি মনে করতো; বউ পেটাতো এবং বাল্যবিবাহ ও বহুবিবাহ করতো। সর্বরকমে মেয়েরা নিগৃহীত ও বঞ্ছিত হতো; পুরুষদের বর্বরোচিত আচরনের শিকার হতো।  তবে তারা গায়ে কাপড় ঠিকমতো পরতো।

এখন মানুষ শিক্ষিত, অর্থনৈতিকভাবে সাবলম্বী, জীবনযাপনের ক্ষেত্রে আধুনিক ও মানসিক দিক দিয়ে অনেক সচেতন হয়েছে।  কিন্তু এখন তাদের দৃষ্টিভঙ্গি আগের চেয়ে তুলনামূলকভাবে আরও বেশি খারাপ হয়েছে। এখন শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত - সবাই বউ পেটা্য; হোক সেটা মানসিক, শারীরিক অথবা যৌন নির্যাতন। বাল্যবিবাহ ও বহুবিবাহের সংখ্যাও বেড়েছে; আরও ভয়ংকর বিষয় হলো ডিভোর্সের পরিমান বেড়েছে এবং সেই সাথে সমকামীর সমস্যাও দেখা দিয়েছে। এখন মেয়েরা ঘরে-বাইরে সর্বত্র নিগৃহীত ও বঞ্ছিত হচ্ছে। তবে আজকাল তারা কাপড় কম পরতে পছন্দ করে।
 

উপরের আলোচিত বিষয়বস্তুর আলোকে বলা যায়; তাহলে বর্তমান যুগে শিক্ষিত, আধুনিক, সচ্ছল ও সচেতন হয়ে কি লাভ হলো ?! উশৃঙ্খলা-বিশৃঙ্খলা তো গেলনা।

পরিবার, সমাজ ও রাষ্ট্রের এই সকল বিচ্যুতির পেছনে অনেকেই অনেক যুক্তি দেখাবে; কারন খুঁজে বের করবে। সেই সকল যুক্তি-কারন সবই কম-বেশি জানি। কিন্তু যেটা চিরকালের গ্রহনযোগ্য যুক্তি, তা হলো মানুষের প্রতি মানুষের মূল্যবোধের অবক্ষয়, সহনশীলতার অভাব এবং একে অন্যের কাছে জবাবদিহিতায় অনীহা। এই সমস্ত কারনে পারস্পরিক সদবিশ্বাসের অভাব; সর্বোপরি নীতি ও নৈতিকতার অভাব। এই নীতিবোধ, মূল্যবোধ, জবাবদিহিতা ও সদবিশ্বাসকে সত্যিকার অর্থে দেশে-বিদেশে সকল মানুষ নির্বিশেষে সকল ধর্ম, বর্ণ, জাতি ও গোষ্ঠীর ভিতরে নতুন করে জাগ্রত করতে ও পূরনো ঘুনে ধরা সমাজ ব্যবস্থা এবং মানুষের দৃষ্টিভঙ্গির আমুল পরিবর্তন আনতেই আমাদের প্রয়াস "Women Equal Rights Bangladesh".

-Maksuda.

সংকোচহীন সচেতন নারী - খেলতে খেলতে বহুদূর

স্কুলে চলছে বার্ষিক দৌড় প্রতিযোগিতা। ছোট্ট রেহানা সেই প্রতিযোগিতায় অংশ নিল। জিতেও নিল প্রথম পুরস্কার। সবাই তাকে কোলে নিয়ে নাচছে, কেউ হাতে গুঁজে দিল চকলেট। ১৯৯০ সাল। কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী রেহানা তখন ভাবল, ‘আরে, এ তো দেখি ভারি মজার ব্যাপার! খেলায় জিতলে এত আদর পাওয়া যায়।’ সেদিনই সিদ্ধান্ত নেওয়া—খেলাধুলা করবেন। কোনো পদক আর পুরস্কারের লোভে নয়, সামান্য আদর পেতেই খেলার জগতে নাম লেখালেন রেহানা। হলেন বাংলাদেশের অন্যতম সেরা অ্যাথলেট। 



রেহানা পারভীনকে অলরাউন্ডার বলাই যায়। খেলেছেন কাবাডির জাতীয় দলে। তবে কাবাডির চেয়ে হ্যান্ডবলের রেহানাকেই বেশি চেনে ক্রীড়াঙ্গন। একসময় ফুটবলও খেলতেন। ২০০৬ সালে কলম্বোতে দশম সাফ গেমসের কাবাডি দলে খেলেছেন, সেবার বাংলাদেশের ব্রোঞ্জ পদক অর্জনে বড় অবদান ছিল রেহানার। একই বছর মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে খেলতে যান ভারতের রাজধানী নয়াদিল্লিতে। উড়িষ্যায় আমন্ত্রণমূলক প্রমীলা ফুটবলে সাতটি প্রদেশের সঙ্গে খেলে বাংলাদেশ। সেখানে দুটি প্রদেশের বিপক্ষে ম্যাচ সেরা রেহানা। ফিফার এলিট রেফারির কোর্সটা সেরেছেন ২০০৯ সালে। কোর্স করেছেন ভলিবল রেফারিংয়েরও। নেপালে বাংলাদেশ ভলিবল দলের একটি ম্যাচ পরিচালনা করেছেন। কাবাডির কোচ হওয়ার প্রশিক্ষণও নিয়েছেন। স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছেন ‘রাষ্ট্রপতি আনসার সেবা পদক’। বর্তমানে আনসার মহিলা ফুটবল দলের কোচ তিনি। তিন ভাই, চার বোনের মধ্যে রেহানাই সবার ছোট। এ জন্য সবাই একটু বেশিই আদর করতেন তাকে। শৈশবের দুরন্তপনায় কখনো বাধা দেয়নি পরিবার। বরং উপভোগই করতেন সবাই। ছোটবেলায় সাইকেল চালানো শিখেছেন। লুকিয়ে লুকিয়ে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যেতেন কাকডাকা ভোরে। অনেকে তাঁর সাইকেল, মোটরসাইকেল চালানো মোটেও ভালো চোখে দেখতেন না। কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুশীলনে যেতেন ট্র্যাকস্যুট, ট্রাউজার পরে। তা দেখেও অনেকে হেসেছেন। তাতেও দমে থাকেননি।
 
দিন বদলে গেছে। মেয়েরা এখন আগের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন। গণমাধ্যমের আলোটাও তাঁদের ওপর পড়ছে। ২৫ বছরের খেলার ক্যারিয়ারের শুরুতে এসব পাননি। তা নিয়ে বেশ আফসোস রেহানার। তবে এটা ভেবে তাঁর ভালো লাগে যে একটা মেয়ে খেলা থেকে উপার্জন করে মায়ের হাতে টাকা তুলে দিচ্ছেন। বললেন, ‘আমাদের মেয়েরা এখন অনেক ভালো আছে। আর্থিক সমস্যা এখনো পুরো কাটেনি। তারপরও একটা মেয়ে ঢাকায় এসে খেলে আয় করছে, তার মা সেটা পেয়ে খুশি হচ্ছেন।’ রেহানা নিজেই নতুন নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন। বিভিন্ন ক্লাবে খেলার ব্যবস্থাও করে দিয়েছেন অনেককে। ব্যক্তিগত জীবনে রেহানা এখনো অবিবাহিত। বিয়ের প্রসঙ্গ তুলতেই বললেন, ‘কীভাবে যে সময়টা পার হয়ে গেল ভেবেই পাইনি! আমি চাইনি দুই নৌকায় পা দিতে। তাহলে হয়তো সংসার সামলাতে গিয়ে খেলাটাই হতো না।’
 
সারাক্ষণ খেলা নিয়ে থাকতেন বলে মা প্রায়ই বলতেন, ‘এত যে খেলা খেলা করিস। তুই কি দিল্লি যাবি?’ কথার কথা হিসেবেই মা এমনটা বলতেন। তাই তো ফুটবল খেলতে দিল্লি যাওয়ার সময় বিমানে উঠেই কেঁদে ফেলেন রেহানা। মা তখন এই পৃথিবীতেই নেই। মনে মনে মায়ের উদ্দেশে বলছিলেন, ‘মা, তুমি যদি বেঁচে থাকতে, তাহলে দেখতে তোমার মেয়ে দিল্লি গেছে।’ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে মাকে স্মরণ করে আরেকবার চোখের জল মুছলেন রেহানা।




সুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ 

Monday, January 20, 2014

হাটহাজারীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে জয়া পাল (৩৫) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। পারিবারিক কলহের জের ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে জয়ার স্বামী ও ভাশুর পলাতক। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান জয়া। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ চৌধুরীহাট এলাকার বণিকপাড়া হরিঠাকুরের বাড়িতে স্বামী-সন্তানসহ যৌথ পরিবারে থাকতেন তিনি। তাঁর বাবার বাড়ি রাঙ্গুনিয়ার দামাইরহাট সোনারগাঁওয়ে। জয়ার নয় বছর ও দুই বছর বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে। চমেক পুলিশ ফাঁড়ি ও বার্ন ইউনিট সূত্র জানায়, রোববার রাত আড়াইটার সময় অগ্নিদগ্ধ অবস্থায় জয়াকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বামী সঞ্জয় পাল ও ভাশুর ধনঞ্জয় পাল। ভর্তি করার সময় তাঁরা জানান, রান্নার চুলা থেকে জয়ার শরীরে আগুন লাগে।

 
কন্যার জন্য পিতার আহাজারি
জয়ার বাবা গোপাল কৃষ্ণ দত্ত প্রথম আলোকে বলেন, ‘রাত দেড়টার সময় জয়ার স্বামী সঞ্জয় আমাকে ফোনে জানায়, রান্না করতে গিয়ে কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়েছে জয়া। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি আমি আমার ছেলে উত্তম দত্তকে জানাই। উত্তম চট্টগ্রামের বহদ্দারহাটে থাকে।’ জয়ার ভাই উত্তম জানান, তিনি রাত তিনটার সময় বার্ন ইউনিটে এসে জয়ার স্বামী ও ভাশুরকে দেখতে পান। এ সময় অগ্নিদগ্ধ বোনের কাছে জানতে পারেন, তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ কথা তিনি মুঠোফোনে ধারণ করতে চাইলে তাঁর হাত থেকে ফোনটি কেড়ে নেন জয়ার ভাশুর। তারপর জয়ার স্বামী ও ভাশুর পালিয়ে যান। জয়ার বোন তপশ্রী দত্ত জানান, ১১ বছর আগে সঞ্জয়ের সঙ্গে জয়ার বিয়ে হয়। এরপর থেকেই নানা অজুহাতে জয়ার ওপর নির্যাতন করে আসছিলেন শ্বশুরবাড়ির লোকজন। সহ্য করতে না পেরে বছর খানেক আগে জয়া বাবার বাড়ি চলে এসেছিল। কিন্তু আর নির্যাতন করা হবে না—এ প্রতিশ্রুতি পেয়ে আবারও সে স্বামীর সংসারে ফিরে যায়। তপশ্রী জানান, একাধিক নারীর সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক ছিল। এ নিয়ে প্রতিবাদ করায় সব সময় নির্যাতন সহ্য করতে হয়েছে জয়াকে।

পরিবারের দাবি, মারা যাওয়ার আগে জয়া তাঁর শরীরে আগুন লাগানোর জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের দায়ী করে গেছেন। বার্ন ইউনিটের একজন ওয়ার্ডবয় জয়ার এ বক্তব্য মুঠোফোনে ধারণ করেছেন বলেও তাঁরা জানান। চমেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক মিশমা ইসলাম বলেন, আগুনে জয়ার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। তাঁর শ্বাসনালিও সম্পূর্ণ পুড়ে যায়।এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে জয়ার পরিবার। যোগাযোগ করা হলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল জানান, ঘটনাটা শুনেছি। ঘটনাস্থলে লোকও পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।




সুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ

Sunday, January 19, 2014

আইএলওর প্রতিবেদন - বাংলাদেশে পোশাক শিল্পের কর্মপরিবেশ অন্যতম নিকৃষ্ট

উন্নয়নের ধারা টেকসই করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বাংলাদেশকে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও কাজের পরিবেশ উন্নততর করতে হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতের উৎপাদনশীলতা বাড়াতে ও রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিমত তুলে ধরা হয়েছে। ‘বাংলাদেশ: উন্নততর আর্থসামাজিক পরিণতির জন্য উন্নততর কাজের পরিবেশ চাই’ শীর্ষক এই প্রতিবেদন গত সোমবার আনুষ্ঠানিকভাবে জেনেভায় আইএলওর প্রধান কার্যালয় থেকে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট।’ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি, শ্রমমান ও কাজের পরিবেশ এবং তৈরি পোশাক খাতের ওপর আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকতর উন্মুক্ত ও বাজারমুখী অর্থনীতিতে রূপান্তরিত হওয়ার জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

আইএলও বলছে, বাংলাদেশে শিল্পোদ্যোগের প্রধান বাধাগুলোর অন্যতম হলো দক্ষ শ্রমিকের অভাব। আর তাই শিক্ষার সুযোগ বাড়ানো ও শ্রমশক্তির জন্য উন্নতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে বাংলাদেশের অভিবাসন নীতিরও সমন্বয় করতে হবে, যেন উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রবাসী-আয় বাড়ানো যায়। আইএলও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমভাবে বণ্টন নিশ্চিত করার জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর আওতা ও পরিমাণ ব্যাপকভাবে বাড়ানোর পরামর্শ দিয়েছে। এই প্রতিবেদনে বাংলাদেশকে একটি সমন্বিত শ্রমবাজার প্রবর্তন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বলা হয়েছে, ‘যতক্ষণ পর্যন্ত না একটি সমন্বিত শ্রম বাজার ও সামাজিক নীতির প্রবর্তন করা না যাবে, বাংলাদেশ তার অর্থনীতির গতিময়তা ও জীবনযাত্রার মান টেকসই পর্যায়ে ধরে রাখতে পারবে না।’ এতে আরও বলা হয়েছে, ‘যেহেতু তৈরি পোশাক খাত অর্থনীতির কেন্দ্রে আছে, সেহেতু নতুন পদক্ষেপগুলো হতে হবে সুদূরপ্রসারী।’

আইএলও বলছে, গত দুই দশকে বাংলাদেশ যে উচ্চহারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তা প্রধান তৈরি পোশাক রপ্তানির জন্য। ১৯৯০ সালে যেখানে তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের হিস্যা ছিল মাত্র দশমিক ৬ শতাংশ সেখানে ২০১১ সালে তা হয়েছে ৪ দশমিক ৮০ শতাংশ। অথচ এশিয়া অঞ্চলে বাংলাদেশের পোশাকশ্রমিকেরা সবচেয়ে কম মজুরি পেয়ে থাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘শিল্পের নিয়ন্ত্রণহীন বিকাশ এই খাতের কাজের পরিবেশ নিম্নমানে নিয়ে যেতে ভূমিকা রেখেছে, যা এর টেকসই উন্নয়নে বাধা হয়ে উঠেছে। এমনকি ভয়াবহতম শিল্প বিপর্যয় ঘটিয়েছে। বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ হয়ে উঠেছে পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট। ’ 



তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে ১১৪ জন শ্রমিক ও রানা প্লাজার ভবন ধসে এক হাজার ১৩৩ জন শ্রমিকের প্রাণহানির কথা উল্লেখ করে আইএলও বলছে, গত ছয় মাসে বাংলাদেশ সরকার যদিও শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তায় কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্যা কারখানার বিশেষত পোশাক কারখানার বাজে অবস্থা ঠিক করা এক বিরাট চ্যালেঞ্জ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দারিদ্র্য কমলেও ২০১০ সালের হিসাব অনুসারে মাথাপিছু দৈনিক দুই ডলারের কম উপার্জনকারী মানুষ মোট জনগোষ্ঠীর ৭৬ শতাংশ। একই সময়ে নগর দরিদ্রদের ১০ শতাংশেরও কম সামাজিক সহযোগিতার আওতায় নেই। আইএলও মনে করে, কাজের পরিবেশ উন্নত করা হলে তা রপ্তানির জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে। একই সঙ্গে তা বাংলাদেশি তরুণদের বিশেষত নারীদের দেশের বাইরে যাওয়া থেকে অনেকটাই নিবৃত করবে। আর কাজের জন্য বিদেশে যেতে গিয়ে বাংলাদেশি তরুণেরা অনেক চড়া মাশুল দেন। কাজের জন্য বিদেশে যেতে তাঁদের মাথাপিছু জিডিপির সাড়ে চার গুণ বেশি অর্থ গুনতে হয়, যা এশিয়ার অন্যতম সর্বোচ্চ। তার পরও যেসব দেশে যায়, সেখান নিয়োগকারীদের দ্বারা অপদস্থ ও হয়রানি হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের মজুরি নির্ধারণ নীতিগুলোকে শক্তিশালী করতে হবে। বিশেষত ন্যূনতম মজুরির ভূমিকা বাড়াতে হবে। এই পরিপ্রেক্ষিতে এ বছর নভেম্বর মাসে ত্রিপক্ষীয় মজুরি বোর্ড যে মজুরি প্রস্তাব করেছে, তা নিবিড়ভাবে তদারক করতে হবে।’ অনানুষ্ঠানিকভাবে যাঁরা কাজে নিয়োজিত, তাঁদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মনে করে আইএলও। এ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ‘বছরে ২০ লাখের বেশি কর্মক্ষম মানুষ গত দুই দশক ধরে জনগোষ্ঠীতে যুক্ত হলেও গত ১০ বছরে গড়ে দুই লাখ করে মানুষের আনুষ্ঠানিক কর্মসংস্থান হয়েছে। এর ফলে অনানুষ্ঠানিক কর্মসংস্থানের হার ১৯৯৯-২০০০ সময়কালের ৭৫ শতাংশ থেকে ২০১০ সালে ৮৭ শতাংশে উন্নীত হয়েছে।’ বাংলাদেশের পল্লি সমাজ ও কৃষির আধুনিকায়নসহ বাংলাদেশের উন্নয়নে নারীর ভূমিকাকে তাৎপর্যবহ হিসেবে উল্লেখ করেছে আইএলও। কিন্তু শিক্ষা, শ্রমবাজার ও কাজের পরিবেশে নারীরা বড় বৈষম্যের শিকার, যা কমিয়ে আনতে পদক্ষেপ নিতে হবে।
 

১০০ নারী সম্মেলন - সমতার লড়াই

রুবানা হক
সমাজের বিভিন্ন উন্নয়নে অবদান রাখা বিশ্বের ১০০ জন নারীর উপস্থিতিতে ২৫ অক্টোবর বিবিসি আয়োজন করেছিল একটি সম্মেলন। নাম: ১০০ নারী সম্মেলন। আমাদের দেশ থেকেও উদ্যোক্তা ও ব্যবসায়ে সফলতার স্বাক্ষর রাখা মোহাম্মদী গ্রুপের রুবানা হক অংশ নিয়েছিলেন। গত শতাব্দী থেকেই নারীরা তাঁদের অসাধারণ সব অর্জনের মাধ্যমে অনেকখানি এগিয়ে গেছেন। তবু সামাজিক, সাংস্কৃতিক ও রাজনীতির ক্ষেত্রে অবদানের জন্য যে শক্ত পদক্ষেপ নারীকে নিতে হচ্ছে, সেখানে জেন্ডার-বৈষম্যের কারণেই পুরুষদের তুলনায় তাঁদের প্রতিবন্ধকতা বেশি মোকাবিলা করতে হচ্ছে। যেসব বিষয় আলোচনায় এসেছিল তার মধ্যে—

১। শিক্ষায় মেয়েশিশুর ঝরে পড়া ও বাল্যবিবাহ কি উন্নয়নের অন্তরায়?
২। রাজনীতি ও ব্যবসায়ে নারী কি আরও বেশি ভূমিকা রাখবেন?
৩। মাতৃত্ব ও পারিবারিক বন্ধনই কি নারীর অগ্রযাত্রায় বাধা?
৪। নারীবাদের ভূমিকার কি এখনো প্রয়োজন আছে?
৫। ধর্ম কি নারীর ক্ষমতায়নের পথে প্রতিবন্ধক?
৬। নারীর ঝুঁকি ও সম্ভাবনা
৭। যৌন সন্ত্রাস
৮। একক মাতৃত্ব
৯। নারীকে উপস্থাপনের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা ইত্যাদি।

নিজ নিজ বিশেষায়িত অবস্থান থেকে সবাই অভিজ্ঞতা বিনিময়সহ তাঁদের দাবি ও প্রত্যাশার কথা ব্যক্ত করলেন। সিয়েরা লিওনের জায়নাব বাঙ্গুরার উত্থাপিত বিষয়টি আমাদের দেশের সামাজিক অবস্থাকেও সমানভাবে ইঙ্গিত করে। তিনি বললেন, তাঁর বয়স যখন ১২ বছর, তখন তাঁর বাবা তাঁকে বিয়ে দিতে চান। তাঁর মা এর প্রতিবাদ করলে বাবা তাঁকে বাড়ি থেকে বের করে দেন সারা জীবনের মতো। জায়নাবের গ্রামের মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার ছিল না। বাল্যবিবাহ সে দেশের মেয়েদেরও নিয়তি। আমাদের দেশেও এর ব্যত্যয় নেই।
 
মেয়েশিশু শিক্ষার হার বাড়লেও মেয়েদের উচ্চশিক্ষার হার সে অনুপাতে বাড়েনি। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০১০ সালে মেয়েশিশু শিক্ষার (অনূর্ধ্ব-৭ বছর) হার ছিল শতকরা ৫৪ দশমিক ৮ ও ছেলেশিশুর ৬১ দশমিক ১২। এটা আবার গ্রাম ও শহরের হারে বিশাল ফারাক। ২০০১ সালের তথ্য অনুযায়ী, সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর ২৪ দশমিক ৩ ভাগ মেয়ে ও ৭৫ দশমিক ৭ ভাগ ছেলে। তো বুঝতে অসুবিধা হয় না যে, আমাদের মেয়েশিশুদের উচ্চশিক্ষা পর্যন্ত উত্তরণে পদে পদে অনেক বাধা। 

জায়নাব বলছিলেন, তাঁদের গ্রামের মেয়েশিশুরা স্কুলে যাওয়ার পথে আক্রমণের শিকার হয়। আমাদের দেশে ইদানীং ইভ টিজিং বেড়ে যাওয়ার কারণে অভিভাবকেরা মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে বাল্যবিবাহ দিতে বাধ্য হচ্ছেন। সেদিন আমাদের একটি টিভি চ্যানেলেও উত্তরাঞ্চলের কিছু মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের সঙ্গে কথোপকথন প্রচার করা হচ্ছিল, যেখানে ১৬ বছরের কম বয়সী ছাত্রীদের অনেকেরই বিয়ে হয়ে গেছে। কেন? মেয়েরা বলছিল, বিয়ে হয়ে গেলে স্কুলে আসা-যাওয়ার পথে ছেলেরা আর উত্ত্যক্ত করে না, তাই। কিন্তু তাদের কেউই এ বয়সে বিয়ে হোক, তা চায়নি। তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী। তারা আরও বলছিল, তাদের লেখাপড়ায় বেশি দূর এগোনোর সুযোগ নেই। কারণ, তাদের শ্বশুরবাড়ির কেউ চান না, ঘরসংসার বাদ দিয়ে তারা লেখাপড়া করুক। এ মেয়েগুলোর মুখে ছিল না কোনো উচ্ছ্বাসের ঝলক, ছিল না কিশোরীর চপলতা। আনন্দহীনতা আর অনিশ্চয়তার কালো ছায়ায় ভরা ছিল তাদের নির্লিপ্ত চোখ।

ইউএনএফপিএর এক তথ্য অনুযায়ী, ‘বাংলাদেশে বাল্যবিবাহ রোধে নানা ধরনের উদ্যোগ থাকলেও এখনো গড়ে শতকরা ৬৬ ভাগ নারীকে ১৮ বছরের আগেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে’। ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। ধর্মীয় গোঁড়ামি, সম্পত্তিতে অনগ্রাধিকার, পরের ঘরে যাওয়ার নিয়তি, অনিরাপত্তা, অধস্তনতা, পুরুষের সঙ্গে অসমকক্ষতা ইত্যাদি বাল্যবিবাহের পূর্বশর্ত হিসেবে মেয়েদের উচ্চশিক্ষার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। জায়নাব বাঙ্গুরা বলছিলেন, একজন নারী সত্যিকার শিক্ষিত হলে প্রথমে তিনি তাঁর পরিবারকে রক্ষা করবেন এবং তারপর রাজনীতিতে এলে দেশকেও রক্ষা করতে পারবেন। জায়নাব আরও বলছিলেন, তাঁর মা লিখতে ও পড়তে জানেন না। কিন্তু তিনি বলেন, শিক্ষা হচ্ছে সোনার চাবি, যা দিয়ে পৃথিবীর সব সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া যায়।

 

 উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।
 সূত্রঃ প্রথম আলো, বাংলাদেশ।

Wednesday, January 15, 2014

অবহেলার শিকার প্রতিবন্ধী শিশু ও নারীরা ! প্রয়োজন সমান অধিকার...

আফসানার বয়স গত মাসে ১২ বছর পার হয়েছে। কিন্তু সে এখনো ঠিকভাবে কথা বলতে পারে না। নিজের হাতে খেতে পারে না। এমনকি হাঁটতেও পারে না। সারা দিন সে বিছানায় শুয়ে থাকে। তার দেখাশোনা করতে করতেই তার মায়ের দিনরাত কেটে যায়। আফসানার এ অবস্থার কারণ, সে জন্ম থেকেই বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী। আফসানার মতো এ রকম বহু প্রতিবন্ধী শিশু আমাদের দেশে অসহায় জীবনযাপন করছে। কিন্তু একটু যত্ন আর একটু ভালোবাসা পেলে যে তারাও স্বাবলম্বী হতে পারে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেটা অনেকেই মনে করে না।
 
প্রতিবন্ধিতা-বিষয়ক জাতীয় নীতিমালা অনুযায়ী, প্রতিবন্ধী শিশু বলতে অসুস্থতার কারণে, দুর্ঘটনায়, চিকিৎসাজনিত ত্রুটি বা জন্মগতভাবে অথবা কারও অবহেলার কারনে যদি কারও শারীরিক ও মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় বা তুলনামূলকভাবে কম হয়, তাহলে সেই শিশু প্রতিবন্ধী। 
প্রতিবন্ধিতার ধরনগুলো হচ্ছে: ১. অটিজম, ২. চলনপ্রতিবন্ধিতা, ৩. দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা, ৪. দৃষ্টিপ্রতিবন্ধিতা, ৫. বাক্প্রতিবন্ধিতা, ৬. বুদ্ধিপ্রতিবন্ধিতা, ৭. শ্রবণপ্রতিবন্ধিতা, ৮. সেরিব্রাল পালসি, ৯. বহুমাত্রিক প্রতিবন্ধিতা ও ১০. অন্যান্য প্রতিবন্ধিতা।

 
জাতিসংঘের শিশু অধিকার সনদের (সিআরসি) ২৩ ধারা অনুযায়ী, অন্যান্য স্বাভাবিক শিশুর মতো প্রতিবন্ধী শিশুরাও সমঅধিকার ও সমসুযোগ পাওয়ার অধিকারী। ২০০৬ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক একটি সনদ (সিআরডিপি) গৃহীত হয়। এ সনদ ২০০৮ সালের ৩ মে থেকে কার্যকর হয়। সিআরসি ও সিআরপিডি সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলো প্রতিবন্ধী শিশুসহ সব শিশু যেন কোনো ধরনের বৈষম্য ছাড়াই তাদের অধিকার ভোগ করতে পারে, তা নিশ্চিত করবে। এই দুটি সনদে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। জাতীয় শিশু নীতিমালাতেও প্রতিবন্ধী শিশুসহ সব শিশুর অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশের বাস্তবতা ভিন্ন। প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। তাদের মেধার বিকাশে যথেষ্ট উদ্যোগ নেই। প্রতিবন্ধীদের দিয়ে কিছুই হবে না—এই ভেবে তাদের বাতিলের খাতায় ফেলে রাখা হয়। এমনকি নিজ পরিবারেও প্রতিবন্ধী শিশুরা নিগৃহীত হয়। তাদের বোঝা মনে করা হয়। জীবনের প্রতি পদে তারা অবহেলার শিকার হয়। জাতীয় শিক্ষানীতিতে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা নিশ্চিত করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১-এও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসেবা পাওয়ার কথা বলা হয়েছে। তার পরও শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ খুবই কম।

জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের কল্যাণের জন্য যথেষ্ট বরাদ্দ থাকে না। শ্রবণ ও বাক্প্রতিবন্ধী শিশুদের জন্য এখন পর্যন্ত কোনো মানসম্মত ইশারা ভাষা তৈরি হয়নি। এমনকি দেশে কতজন প্রতিবন্ধী শিশু রয়েছে, এ ব্যাপারে সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ১ জুন থেকে সারা দেশে শুরু হয়েছে প্রতিবন্ধী জরিপের কাজ। ‘প্রতিবন্ধী জরিপে অংশ নিন, দিনবদলের সুযোগ দিন’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই জরিপের কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশ সরকার ১৯৯৫ সালে প্রতিবন্ধিতা-বিষয়ক জাতীয় নীতিমালা প্রণয়ন করে। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে প্রতিবন্ধী কল্যাণ আইন পাস হয়। তবে ওই আইনে অনেক সীমাবদ্ধতা ছিল। ফলে তখনই আইনটি সংশোধনের দাবি ওঠে। এ প্রেক্ষাপটে বর্তমান সরকার ২০০৯ সাল থেকেই নতুন আইন তৈরির উদ্যোগ নেয়। আইনের খসড়া তৈরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আইনটি পাস হয়নি।

 
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে সরকারের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় স্থাপন, দেশের প্রতিটি জেলার একটি উচ্চ বিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আলাদা করে পাঠদান; প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জন্য সেবা ও সাহায্যকেন্দ্র স্থাপন (দেশের ৬৮টি স্থানে এই সেবা ও সাহায্যকেন্দ্র রয়েছে); অটিস্টিক শিশুদের জন্য অটিজম রিসোর্স সেন্টার স্থাপন; দরিদ্র প্রতিবন্ধী শিশুদের মাসে ৩০০ টাকা করে ভাতা প্রদান ও যেসব প্রতিবন্ধী শিশু বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করছে, তাদের উপবৃত্তি প্রদান। এ ব্যাপারে জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক ডা. নাফিসুর রহমান বলেন, সরকার প্রতিবন্ধীদের উন্নয়নের চেয়ে কল্যাণের কাজটি বেশি করে থাকে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, প্রতিবন্ধীদের দেখভালের বিষয়টি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত। প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়ের নির্দিষ্ট কর্মপরিধি থাকা উচিত। তবেই তাদের সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি বলেন, ‘এবারের বাজেটেও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে যে বাজেট দেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়। ডা. নাফিসুর রহমান আরও বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় প্রতিবন্ধী ইনস্টিটিউট হওয়ার কথা রয়েছে। এটি প্রতিষ্ঠিত হলে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইন পাস হলে তাদের সমস্যার অনেকখানি সমাধান হবে বলে আমরা আশা করছি।’

প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কয়েকটি সুপারিশঃ
জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউনিসেফ) তার বিশ্ব শিশু পরিস্থিতি ২০১৩ প্রতিবেদনে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কয়েকটি সুপারিশ করেছে। সুপারিশগুলো হচ্ছে:

 প্রতিবন্ধী মানুষের অধিকার সনদ ও শিশু অধিকার সনদ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
 বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। সাধারণ মানুষ, নীতিনির্ধারক এবং শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষার মতো জরুরি সেবা যাঁরা দিয়ে থাকেন, তাঁদের মধ্যে প্রতিবন্ধী মানুষের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
 একীভূতকরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে, যেন পরিবেশ শিশুবান্ধব হয়। যেমন বিদ্যালয়, স্বাস্থ্যসেবা, জনপরিবহন প্রভৃতি ক্ষেত্রে প্রবেশগম্যতা সহজ হয় এবং প্রতিবন্ধী শিশুরা যেন তাদের সহপাঠী বা সমবয়সীদের মতো অংশগ্রহণে উৎসাহিত হয়।
 প্রতিবন্ধী শিশুদের জন্য পরিবারভিত্তিক সেবা ও কমিউনিটিভিত্তিক পুনর্বাসনের বিস্তার ঘটাতে হবে এবং এসব ক্ষেত্রে সহায়তা ত্বরান্বিত করতে হবে।
 পরিবারগুলোকে সহায়তা দিতে হবে, যেন তারা প্রতিবন্ধী শিশুদের জীবনযাপনের জন্য যে বাড়তি খরচ হয়, তা মেটাতে পারে এবং আয়ের হারানো সুযোগ ফিরে পেতে পারে।
 প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের চাহিদা পূরণের জন্য যেসব সহায়তা এবং সেবার পরিকল্পনা করা হয়, সেগুলো মূল্যায়নে প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরীসহ তাদের পরিবারের সদস্যদের সম্পৃক্ত করার মাধ্যমে এর ন্যূনতম মানকে ছাড়িয়ে যেতে হবে।
 সব খাতের সেবাগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে, যেন প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরী এবং তাদের পরিবার যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেগুলোকে পূর্ণমাত্রায় মোকাবিলা করা সম্ভব হয়।
 প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে, এমন সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরীকে শুধু সুবিধাভোগী হিসেবে নয়, বরং পরিবর্তনের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
 প্রতিবন্ধিত্ব বিষয়ে একটি বৈশ্বিক সামঞ্জস্যপূর্ণ গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে হবে। এর মাধ্যমে নির্ভরযোগ্য ও তুলনামূলক উপাত্ত পাওয়া যাবে, যা পরিকল্পনা ও সম্পদ বণ্টন সম্পর্কে দিকনির্দেশনা দেবে এবং উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশুদের বিষয় আরও সুস্পষ্টভাবে উপস্থাপন করবে।





সুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ

ঘূর্ণিঝড় সিডর - ২০০৭, জীবনের প্রতীক সিডর সরকার...

২৪০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড়। ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস। সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু। ৫৫ হাজার মানুষ আহত। ৮৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত।২০০৭ সালের ১৫ নভেম্বর রাত। কয়েক ঘণ্টার তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশের উপকূলীয় ১১ জেলা। সিডর নামের সেই ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হেনেছিল বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদ দিয়ে। তারই পার্শ্ববর্তী উপজেলা মংলার চিলা ইউনিয়ন। সেই দিন বিকেলে শত মানুষের সঙ্গে জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ছুটেছেন সাথী সরকার ও জর্জি সরকার। সাথী সরকার অন্তঃসত্ত্বা। স্থানীয় সেন্ট মেরিস গির্জাসংলগ্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয় তাঁদের। সেই ঘোর দুর্যোগের রাতে ভোরের আলো ফোটার আগমুহূর্তে জন্ম নিল এক শিশু। ঝড়-ঝঞ্ঝাকে পরাস্ত করে টিকে থাকা উপকূলবাসীর সংগ্রামের প্রতীক হয়ে উঠল সেই শিশু। সাথী দম্পতি তার নাম রাখলেন সিডর। সিডর সরকার। দেখতে দেখতে ছয় বছর পার করে সাত বছরে পা দিয়েছে সেদিনের ছোট্ট সিডর। এ বছর শিশু শ্রেণী থেকে সব বিষয়ে এ প্লাস পেয়ে প্রথম শ্রেণীতে উঠেছে সে। তবে ঘূর্ণিঝড় সিডরের আঘাত সয়ে পৃথিবীর মুখ দেখলেও দারিদ্র্য নামক ঝড়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে  তাকে।


সিডরের দাদি রিভা সরকার (৫৫) গতকাল মঙ্গলবার আবার প্রথম আলোকে গর্ব করে বললেন, সিডর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় থেমে যায়। কিন্তু জীবনের ঝড় মাথায় নিয়েই সিডরকে এখনো এগিয়ে যেতে হচ্ছে। সিডরের বাবা জর্জি সরকার (৩১) ও মা সাথী সরকার (২৬) বছর দুই আগে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ নিয়েছেন। সিডর এখন থাকছে দাদির কাছে। সে এলাকার দিশারী শিশু শিক্ষানিকেতনে পড়ে। সাথী দম্পতি মাস শেষে যে টাকা পাঠান, তা দিয়ে চলে সংসার ও সিডরের পড়াশোনা। সিডরের দাদা রঞ্জিত সরকার সুন্দরবনে মাছ ধরেন। আয় তেমন নেই। দাদা বললেন, তিন বছর ধরে সিডর কানের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে। টাকার অভাবে বড় ডাক্তার (বিশেষজ্ঞ চিকিৎসক) দেখাতে পারছেন না।  গতকাল শেষ বিকেলে রঞ্জিতের বাড়িতে গেলে দেখা যায়, সিডর উঠানে খেলছে। বড় হয়ে কী হবে—প্রথাগত এই প্রশ্নে ছোট্ট সিডর খেলতে খেলতে উত্তর দেয়, ‘মানুষ হব।’ তারপর কিছুক্ষণ চিন্তা করে বলে, ‘ফাদার হব। মানুষের সেবা করব।’

ঘুর্নিঝড়ে মানুষের ভোগান্তি, আপডেটঃ ২৩ মে, ২০১৩, প্রথম আলো : 

ঘূর্ণিঝড় মহাসেনের পর সাত দিন পার হলেও বরগুনার বেশির ভাগ এলাকার জলাবদ্ধতা কমেনি। বরগুনা সদর ও তালতলীতে এখনো অনেক পরিবার পানিবন্দী। বরগুনায় এত দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা আগে কখনো হয়নি। সিডর-আইলা এবং ষাট ও সত্তরের দশকে প্রলয়ংকরী বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ে বিস্তীর্ণ উপকূলে ১৫-২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হলেও ৮-১০ ঘণ্টার মধ্যে পানি নেমে যায়। কিন্তু এবারই প্রথম দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার কবলে পড়েছে এই এলাকার কয়েক লাখ মানুষ। এ ঘটনাকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কাজ করেন এমন স্থানীয় ব্যক্তিরা। এ জন্য জেলার প্রায় ৭০০ খাল দখলের কারণে সরু হওয়া এবং সিডরে ক্ষতিগ্রস্ত স্লুইসগেট ও বাঁধ মেরামত না হওয়াকে দায়ী করেন তাঁরা।

সদর উপজেলার নলটোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সোবহান মৃধা বলেন, ভাটার সময় যে পানি নামে ভাঙা স্লুইসগেট ও বাঁধ দিয়ে, জোয়ারের সময় তার চেয়ে কয়েক গুণ বেশি পানি ওঠে। ফলে জলাবদ্ধতা কমছে না। তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামের বাসিন্দা ফোরকান আকন অভিযোগ করেন, বড় আমখোলা, লাউপাড়া ও কবিরাজপাড়া—এই তিন গ্রামের মানুষ সাত দিন ধরে পানিবন্দী। বড় আমখোলা এলাকায় তিন গ্রামের পানি নিষ্কাশনের জন্য আছে একটি কালভার্ট। সেটি স্থানীয় কয়েকজন দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে নিয়ে সেখানে মাছ ধরার জন্য ইচ্ছামতো পানি ওঠানামা করাচ্ছেন। এতে এই তিন গ্রামের প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী।

রেড ক্রিসেন্টের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র সদর উপজেলা দলনেতা জাকির হোসেন বলেন, সিডরে জেলার বেশির ভাগ স্লুইসগেট অকেজো হয়ে গেছে। বেশির ভাগ স্লুইসগেটে জলকপাট না থাকায় পানি ওঠানামায় কোনো নিয়ন্ত্রণ নেই। এ ছাড়া সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলোও মেরামত হয়নি। ফলে এবার জলোচ্ছ্বাস ও প্রবল বর্ষণে জেলার ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। তিনি বলেন, যেসব প্রাকৃতিক খাল দিয়ে এসব পানি ভাটায় নেমে যাওয়ার কথা, সেসব খালের বেশির ভাগ দখলের কারণে সংকুচিত হয়ে গেছে। ফলে বৃষ্টি ও জোয়ারে যে পরিমাণ পানি লোকালয় ও ফসলি মাঠে জমে ভাটার সময় তার অর্ধেকও নামতে পারে না। এতেই জেলার বিভিন্ন এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর, আমতলী ও পাথরঘাটার ২২৫টি স্লুইসগেট ষাটের দশকে নির্মাণের পর দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় এগুলোর ভিত দুর্বল হয়ে পড়েছে। সিডর ও আইলার সময় পানির প্রবল তোড়ে বরগুনা সদরের নিশানবাড়িয়া, বরইতলা, খাজুরতলা ও গুলিশাখালী; পাথরঘাটার রূপদোন, ছোনবুনিয়া, ছোট পাথরঘাটা, ঘুটাবাছা, কালমেঘা, পদ্মা, লাঠিমারা, কোড়ালিয়া, মাছেরখাল, ছৈলাতলা, বাদুরতলা, নিজলাঠিমারা ও চরদুয়ানি এবং আমতলী উপজেলার জয়ালভাঙা, তেঁতুলবাড়িয়া, কড়ইবাড়িয়া, পচাকোড়ালিয়া, আরপাঙ্গাশিয়া, ঘটখালী, হলদিয়া ও গুলিশাখালী এলাকার স্লুইসগেটগুলো অকেজো হয়ে গেছে। মহাসেনের পর এসব এলাকাই ব্যাপকভাবে জলাবদ্ধতার কবলে পড়েছে। পাউবো বরগুনার উপবিভাগীয় প্রকৌশলী আকবর হায়দার ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের রাস্তা কেটে অথবা স্লুইসগেট ব্যবস্থাপনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের জন্য অনুরোধ করেছি।






সুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ

Monday, January 13, 2014

“The Program of the Socialism of the 21st Century is necessarily a revolutionary one”

At the Preamble part of our Constitution of "The People's Republic of Bangladesh", it is said - 
"Pledging that the high ideals of nationalism, socialism, democracy and secularism, which inspired our heroic people to dedicate themselves to, and our brave martyrs to sacrifice their lives in, the national liberation struggle, shall be the fundamental principles of the Constitution".

That is why Socialism is a very significant part of our citizen, social and national life. According to Dieterich “the program of the Socialism of the 21st Century is necessarily a revolutionary one” in that the existing society is replaced by a "qualitatively different system". This revolution, however, should be a gradual process that does not employ violence but instead utilizes participative democracy to secure power, education, scientific knowledge about society and international cooperation. Dieterich suggests the construction of four basic institutions within the new reality of post-capitalist civilization:


  1. Equivalence economy, which should be based on "Mexican Labor Theory of Value" and which is democratically determined by those who directly create value, instead of market-economical principles;
  2. Majority democracy, which makes use of plebiscites to decide upon important questions that concern the whole society;
  3. Basic democracy, based on democratic state institutions as legitimate representatives of the common interests of the majority of citizens, with a suitable protection minority rights and
  4. The critical and responsible subject, the rationally, ethically and aesthetically self-determined citizen.

Other characteristic emphases include a redefinition of development that rejects the pursuit of profit as the primary aim of an economic system. Instead, development is a "human" development that aims to satisfy communal needs. Socialism of the 21st Century measures efficiency not only in terms of this human development, but also with respect to nature and natural resources.


After a series of Structural Adjustment Loans and debt restructuring led by the International Monetary Fund in the late twentieth century, Latin America experienced a significant increase in inequality. Between 1990 and 1999 Gini Coefficient rose in almost every Latin American country. Volatile prices and inflation led to dissatisfaction. In 2000 only 37% of Latin Americas were satisfied with their democracies (20 points less than Europeans and 10 points less than sub-Saharan Africans) In this context, a wave of left-leaning socio-political movements on behalf of indigenous rights Cocaleros,  labor rights, women rights, land rights and educational reform emerged to eventually provide momentum for the election of socialist leaders.

Socialism of the 21st Century draws on indigenous traditions of communal governance and previous Latin America socialist movements including that of Salvador Allende, Fidel Castro, Che Guevara, Zapatista Army of National Liberation and the Sandinista National Liberation Front.




 
Our Another Site : Right Way BD | Right Way BD FB Group | Right Way BD FB Page |