Assertion For Justice, Equality And Freedom.

Sunday, March 23, 2014

৬৬ শতাংশ কিশোরী বাল্যবিবাহের শিকার

বাংলাদেশে ৬৬ শতাংশ কিশোরীর বিয়ে হয় বয়স ১৮ হওয়ার আগেই। আর ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের মৃত্যুর প্রধান কারণ গর্ভধারণজনিত জটিলতা। দেশে ৭০ শতাংশ প্রসব হয় বাড়িতে। অন্যান্য প্রাপ্তবয়স্ক মহিলার মতো কিশোরী মায়েরাও সন্তান জন্ম দেন দক্ষ ধাই বা স্বাস্থ্যকর্মীর সহায়তা ছাড়াই। মা হওয়ার পর কিশোরী তাঁর জীবনীশক্তি হারান, তাঁর শিক্ষাজীবন সংক্ষিপ্ত হয়। তাঁকে ফিস্টুলার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হয়। বর্তমানে দেশে ১৫ থেকে ১৯ বছর বয়সী এক কোটি ৬০ লাখ কিশোরী প্রতিবছর সন্তান জন্ম দিচ্ছেন।

 
Our Another Site : Right Way BD | Right Way BD FB Group | Right Way BD FB Page |