অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় আইসিএবির প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরাইয়া জান্নাত খান, আইসিএবির প্রথম নারী কাউন্সিল সদস্য ও সভাপতি পারভীন মাহমুদ এবংপ্রথম ‘প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট’ আক্তার সানজিদা কাশেমকে।এছাড়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে বাংলাদেশের নারীদের অংশগ্রহণের পেছনে বিশেষ অবদান রয়েছে এমন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মানিত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আইসিএবির সভাপতি শওকত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সম্মাননাপ্রাপ্ত পারভীন মাহমুদ বলেন, ‘আজকাল এ পেশায় নারীর
সংখ্যা আগের তুলনায় বেড়েছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, নারীরা তাঁদের
যোগ্য মর্যাদা নিয়ে কাজ করতে পারছেন না। তবে আমাদের নারীরা অনেক বেশি
আত্মবিশ্বাসী।’
তথ্যসুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ।