জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেলেন বাংলাদেশের প্রথম নারী
উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম চার
বছরের জন্য এই দায়িত্ব পেয়েছেন। আজ ০২-০৩-২০১৪ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক
প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য
হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক আবুল হোসেনকে। ফারজানা ইসলাম উপাচার্য
প্যানেলের প্রথম ছিলেন এবং আবুল হোসেন ছিলেন দ্বিতীয়। একই আদেশে ভারপ্রাপ্ত
উপাচার্য প্রফেসর এম এ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব থেকে
অব্যাহতি দেওয়া হয়।
গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায়
তিনজনের প্যানেল নির্বাচন করে। তাঁদের মধ্য থেকে যথানিয়মে এ নিয়োগ দেওয়া
হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়।
তথ্য সুত্রঃ প্রথম আলো, বংলাদেশ।