"একটি ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আর একটি মেয়ে এইচ, এস, সি তে পড়ে। মেয়েটিকে দেখে ছেলেটির ভাল লাগতেই পারে, কিন্তু এমনও হতে পারে, মেয়েটির কাছে ছেলেটিকে ভাল লাগেনি। অথচ সে ছেলেটিকে এটা জানানোর পরেও ছেলেটি দিনের পর দিন মেয়েটিকে বিরক্ত করেই যাচ্ছে। মেয়েটির মনটা কিন্তু একটা মানুষেরই মন, তার মনের ভিতরেও অনেক ধরনের অনুভূতি উঠা-নামা করতে পারে। সে বার বার মানা করতে পারে; তার "না" বলার অনেক রকমের অভিব্যক্তিই থাকতে পারে। কিন্তু ছেলেটি কোন ভাবেই কোন কিছু বোঝার চেষ্টা করেনা; যত রকমে পারা যায়, মেয়েটিকে উত্যক্ত করতে ছাড়েনা। একদিন মেয়েটি প্রচন্ড বিরক্ত হয়ে ছেলেটিকে অনেক গালিগালাজ করে দিল। ছেলেটিও সুযোগ মতো মনের দুঃখে তার গায়ে এসিড মেরে দিল, অথবা মেয়েটিকে এমন ভাবে আঘাত করলো, যাতে করে সে মরেই গেল, অথবা ধর্ষন করল।"
উপরে শুধুমাত্র বাংলাদেশে ঘটে যাওয়া হাজারো ঘটনার মধ্যে একটি ঘটনার উদাহরন দেয়া হলো। এখন যারা এসব বীরত্বের কাজ গুলি করছেন, এবং করে বেড়াচ্ছেন, এবং তার পরেও অত্যন্ত গর্বের সাথে আর একটা মেয়ের জীবন নষ্ট করার পেছনে ছুটছেন; আর যারা অত্যন্ত অহঙ্কারের সাথে এই সমস্ত কাজকে সাধুবাদ দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলব, যে মেয়েটিকে আপনি আঘাত করলেন, অথবা যার জীবনটা বিনা অপরাধে নষ্ট করে দিলেন, অথবা যাকে আপনি হত্যা করলেনঃ
* আপনার নিজের মা কি ওই মেয়েটিকে দশ মাস গর্ভে ধারন করেছিলেন? সেই মায়ের কষ্টের কথা একটু বসে চিন্তা করেন, যে মা দশ মাস তাকে গর্ভে ধারন করেছিলেন?!! এতই যখন বীর, সেই মায়ের সন্তান কে তার বুকে ফিরিয়ে দিতে পারবেন?!!
* আপনার বাবা কি সেই মেয়েটির সারা জীবনের ভরন-পোষনের দায়িত্ব পালন করেছিলেন? সেই মেয়ের অসহায় বাবাকে আপনি কি বলে স্বান্তনা দিবেন?!! ভবিষ্যতে আপনার নিজের মেয়েকে কেউ এসিড মারলে বা ধর্ষন করলে আপনার অনুভুতি কেমন হবে?!!
* আপনি নিজে কি সেই মেয়েটির লেখাপড়ার দায়িত্ব পালন করেছিলেন? তার স্বভাবিক ছাত্রী জীবনটা কি আবার ফিরিয়ে দিতে পারবেন?!!
* মেয়েটি যদি ওই পরিবারের উপার্জনক্ষম একমাত্র মেয়ে হয়, তার পরিবারের ভরন-পোষনের দায়িত্ব কি আপনি নিজে বহন করবেন? না পারলে কি করবেন?!!
* আপনাদের উত্যক্ত করার কারনে একটি মেধাবী মেয়েকে তার ইচ্ছার বাইরে যখন তার অপছন্দের কোন পাত্রকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়, তখন তার সারা জীবনের কষ্টের বোঝা কি আপনি বয়ে বেড়াবেন? এই মেধাবী মেয়েটিকে হারিয়ে জাতির মেধাশক্তির যে ক্ষতি হালো, তা কি আপনি পূরন করবেন?!!
* আপনি একটি মেয়েকে এসিড মারলেন। মেয়েটির অপরাধ, সে আপনাকে ভালবাসেনি। এসিডদগ্ধ মেয়েটি যদি এখন আপনাকে ভালবাসতে চায়, আপনি কি বাসবেন? আপনার পরিবার কি মেয়েটিকে মেনে নেবে? যদি এখন আপনি ভালোবাসতে না পারেন, তাহলে এটা আপনার কেমন ভালোবাসা ছিল ?!! মেয়েটি অতীতে আপনার মতো মানুষকে ভালো না বাসার সিদ্ধান্ত নিয়ে কি ভূল করেছিল?!!
* আপনি যে সময়গুলিতে মেয়েটিকে বিরক্ত করছিলেন, তখন হয়তো সে তার পারিবারিক নানা সমস্যায় জর্জরিত, যেগুলি তাকে জীবনের প্রতিনিয়তই পার হতে হয়েছে, যা আপনি জানেননা। তার হাজারটা কষ্টের ভিতরে নতুন করে আরও কিছু কষ্ট যোগ করাটা কতটা যুক্তিযুক্ত?!!
* তার মনে হয়তো বা ছোট ছোট স্বপ্ন ছিল, যেগুলি হয়তো আপনার মতো মানুষদের পক্ষে বোঝা দুষ্কর!! সেই স্বপ্ন গুলির কি করবেন, যেগুলি পূরন করা আপনার সাধ্যের বাইরে?!!
* তার মনের ভিতরে অঙ্কিত যে মানুষটির প্রতিচ্ছবি, আপনার অবয়ব হয়তো তার মতো নয়। এখন তাকে জোর-জবরদস্তি করা কি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সমতুল্য নয়?!! কে দিল আপনাকে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার?!!
* আপনি যে সময়গুলিতে মেয়েটিকে বিরক্ত করছিলেন, তখন হয়তো সে তার পারিবারিক নানা সমস্যায় জর্জরিত, যেগুলি তাকে জীবনের প্রতিনিয়তই পার হতে হয়েছে, যা আপনি জানেননা। তার হাজারটা কষ্টের ভিতরে নতুন করে আরও কিছু কষ্ট যোগ করাটা কতটা যুক্তিযুক্ত?!!
* তার মনে হয়তো বা ছোট ছোট স্বপ্ন ছিল, যেগুলি হয়তো আপনার মতো মানুষদের পক্ষে বোঝা দুষ্কর!! সেই স্বপ্ন গুলির কি করবেন, যেগুলি পূরন করা আপনার সাধ্যের বাইরে?!!
* তার মনের ভিতরে অঙ্কিত যে মানুষটির প্রতিচ্ছবি, আপনার অবয়ব হয়তো তার মতো নয়। এখন তাকে জোর-জবরদস্তি করা কি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সমতুল্য নয়?!! কে দিল আপনাকে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার?!!
পরবর্তীতে কোন নিরপরাধ ও নিরীহ মেয়েকে উত্যক্ত করার আগে উপরের প্রত্যেকটা কথা শুধু একটু খানি মনে করবেন। আর উপরোল্লিখিত সবগুলি প্রশ্নের অন্তত একটার উত্তর ও যদি আপনার কাছে না থাকে, তাহলে একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার আপনার অবশ্যই নেই।শাস্তি পাওয়ার মতো মানসিকতা বানিয়ে নিন।
-Maksuda
-Maksuda