Assertion For Justice, Equality And Freedom.

Monday, July 1, 2013

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার !

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শুক্রবার গভীর রাতে বাক্প্রতিবন্ধী এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সূত্রের ভাষ্যমতে, শুক্রবার গভীর রাতে কয়েকজন বখাটে যুবক বসতবাড়িতে ঢুকে বাক্প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় তার বড় ভাই পাশের বাজার থেকে বাড়িতে এলে ওই যুবকেরা পালিয়ে যায়। গতকাল রোববার ওই কিশোরীর ভাই তিন যুবকের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেছেন।






Source: Dainik Prothom Alo

 
Our Another Site : Right Way BD | Right Way BD FB Group | Right Way BD FB Page |