Assertion For Justice, Equality And Freedom.

Friday, April 19, 2013

নারীদের আটকাতে চাইলে রুখে দাঁড়াব: দীপু মনি


পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের ঘরে আটকে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। নারীদের জন্য আশঙ্কা দেখা দিয়েছে, তাই সজাগ থাকতে হবে।’ তিনি বলেন, সবাইকে রাজনীতি সম্পর্কে সচেতন হতে হবে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দীপু মনি। তিনি হুঁশিয়ার করে বলেন, ‘ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবেন না। এ দেশ গণতান্ত্রিক দেশ। এ দেশের মানুষ গণতন্ত্রের বাইরে যেতে চায় না।’
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মিহির লাল সাহা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাদেকুর রহমান প্রমুখ।
এর আগে মন্ত্রী চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠান শেষ করে তিনি মহিলা কলেজে যান। এরপর তিনি যান পুরানবাজার ডিগ্রি কলেজের ক্রীড়ানুষ্ঠানে যোগ দিতে।



 

উৎসঃ দৈনিক প্রথম আলো 

 
Our Another Site : Right Way BD | Right Way BD FB Group | Right Way BD FB Page |